শব্দমেলা

নিয়মাবলী

শব্দমেলায় প্রকাশিত যেকোন লেখার দায়ভার সম্পূর্ণভাবে এর লেখকের। কোন লেখার দায়ভার কোনভাবেই শব্দমেলা কর্তৃপক্ষের উপরে বর্তাবেনা। শব্দমেলায় লেখা প্রকাশের ক্ষেত্রে নিন্মোক্ত নিয়মাবলী অবশ্যই মেনে চলতে হবে।

  • লেখা হতে হবে মার্জিত, শালীন এবং অবশ্যই স্বরচিত। অন্য কারও লেখা প্রকাশ করা যাবেনা।
  • কোন ব্যক্তি, ধর্ম, রাষ্ট্র বা প্রতিষ্ঠানকে আক্রমণ করে বা হেয় প্রতিপন্ন করে লেখা প্রকাশ করা যাবেনা।
  • দেশের স্বাধীনতা, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং অন্য যেকোন জাতীয় চেতনার পরিপন্থী কোন লেখা প্রকাশ করা যাবেনা।
  • কপিরাইট আইন পুরোপুরি মেনে চলতে হবে।
  • প্রতিটি লেখার জন্য বিভাগ নিদৃষ্ট করা আছে। এক বিভাগের লেখা অন্য বিভাগে প্রকাশ করা যাবেনা। যেমনঃ কবিতা বিভাগে শুধু কবিতাই প্রকাশ করা যাবে। গল্প বা প্রবন্ধ কবিতার বিভাগে প্রকাশ করা যাবেনা।
  • ছদ্মনামে লেখা প্রকাশ করতে চাইলে নিজের প্রকৃত পরিচয় দিয়ে কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে।
  • অনুবাদ বিভাগে কোন লেখার অনুবাদ প্রকাশ করার সময় নিদৃষ্ট স্থানে মূল লেখাটি এবং মূল লেখকের পরিচিতি দিতে হবে।
  • ভ্রমণ কাহিনী লেখার খেত্রে লেখাটি তথ্যবহুল হতে হবে এবং প্রয়োজনীয় ছবি যুক্ত করতে হবে।
  • সংবাদ প্রকাশের ক্ষেত্রে শুধুমাত্র খেলাধূলা এবং সংস্কৃতি বিষয়ক সংবাদ ছবিসহ প্রকাশ করা যাবে।
  • আলোচনা বিভাগে কেবলমাত্র সাহিত্য, সংস্কৃতি এবং খেলাধূলা নিয়ে আলোচনার সূত্রপাত এবং আলোচনা করা যাবে। সাহিত্য, সংস্কৃতির প্রয়োজনে ধর্ম, রাজনীতি, অর্থনীতি প্রভৃতি বিষয় আসতে পারে। তবে তা কোনভাবেই যেনো কোন গোষ্ঠীর প্রচারণার জন্য না হয়, কিংবা কোন গোষ্ঠীর উপর আক্রমণাত্মক না হয়। প্রত্যেকটি আলোচনা বা মন্তব্য হতে হবে গঠনমূলক এবং শালীন।
  • ছড়াকার্টুন এর ক্ষেত্রে ছড়ার সাথে কার্টুন এঁকে প্রকাশ করতে হবে। এক্ষেত্রে কার্টুনিস্ট অন্য কেউ হলে তার নাম উল্লেখ করতে হবে। এক্ষেত্রেও শব্দমেলার নিয়মাবলী যথাযথভাবে পালনীয়।
  • প্রবন্ধ প্রকাশের ক্ষেত্রে যথাযথ তথ্যসূত্র উল্লেখ থাকতে হবে।
  • বিগত এক সপ্তাহে শব্দমেলায় প্রকাশিত লেখাগুলোর পাঠকপ্রিয়তার উপর ভিত্তি করে বিভাগ অনুযায়ী লেখা প্রদর্শিত হবে। এক্ষেত্রে প্রতিটি লেখায় লাইক, কমেন্ট, সোশ্যাল মিডিয়ায় শেয়ার প্রভৃতি মানদণ্ড হিসেবে বিবেচিত হবে।
  • শব্দমেলায় প্রকাশিত কোন লেখা, মন্তব্য বা আলোচনার ব্যাপারে কারও কোন অভিযোগ থাকলে তা অভিযোগ ট্যাবের মাধ্যমে আমাদেরকে সুস্পষ্টভাবে জানাতে হবে। অভিযোগ পাওয়ার তিন দিনের মধ্যে শব্দমেলা কর্তৃপক্ষ তার প্রতিকার বা নিরসনের ব্যবস্থা করবে।
  • প্রদত্ত নিয়মাবলির বাইরে কোন লেখা পোস্ট করা হলে কর্তৃপক্ষ তা ব্যান করে দেবে। আর কোন লেখক নিয়মাবলির একাধিকবার লংঘন করলে কর্তৃপক্ষ সেই লেখককে সাইট থেকে সাময়িক বা স্থায়ীভাবে ব্যান করতে পারে।
  • এই নিয়মাবলির যেকোন ধরণের পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধন করার অধিকার শব্দমেলা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।